Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, September 5, 2023

এই বরষায়

এই বরষায়

বিষাদের বাঁধ ভেঙে অঝোর ধারায়

আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম
আনমনে থেকে থেকে
মেঘের আড়ালে ঢেকে
গুমরে আকাশ কাঁদে এই বরষায়।
ঐ বুঝি শোনা যায় হাহাকার তার,
থমথমে গুরু ধ্বনি
ক্ষণে ক্ষণে তাই শুনি,
সাথে তার ঝরঝর ঝরে পারাবার।


প্রকৃতি মেতেছে বুঝি হেঁয়ালি খেলায়,
নূপুরের সুরে সুরে
দূর থেকে আরও দূরে
ভেসে যায় সুর তার বেলা-অবেলায়।
সূর্যের আলোরেখা অবাক মায়ায়
মেঘেদের ফাঁকে ফাঁকে
ক্ষণিকের হাসি আঁকে,
পরক্ষণে ঢাকে সবই আঁধার ছায়ায়!


বরষার ঘনঘোরে ভিজে এই মন
সকরুণ মেঘ দেখে
নিজেও বিষাদ মেখে
গেঁথে যায় স্মৃতিদের অলস কথন।
বিষণ্ণ প্রকৃতি ও বিরহী হৃদয়
দুই ক্ষরণের জলে
বিশুদ্ধ হবে বলে
ধুয়ে চলে জমে থাকা ধুলোর বলয়।

Tuesday, May 31, 2022

   সৈনিক

সৈনিক

রণাঙ্গনে জীবন দেওয়ার সাহস আছে কার?
দেয় যে সেথা সৈনিক শুধু
হোক না সে দূর্বার।

বীর বাহাদূর বলো কাকে? বলো কেন মিছে মিছে?
হোক না যতই বড় পালোয়ান
সৈনিকই শুধু জীবন দিছে।

ভাবলে তুমি,
এসব কথা যে বলেছে তাহার প্রতি শত ধীক।
এখন শোনো,
দেশের জন্য যেই লড়েছে সেইতো সৈনিক।

Thursday, May 12, 2022

মা

মা

 আজো বার বার মনে পড়ে


মা শূধু তোমারই কথা,

হে মা জননী বাধাঁ মানে না
চোখের পানি হৃদয়ে বড় ব্যাথা।
থাকি যেন তোমার পাশাপাশি
দুঃখ আজ রাশি রাশি।
দিন যেন মাস, মাস যেন বছর
বিরাট বড় মছিবত
আজ আমার উপর
আছি আজো অপেক্ষায়
ঘুমাব মা তোমার কোলে,
কেমন করে আছো মা তুমি
আমায় একা ফেলে?
আসবেনা আর ফিরে
মনতো মানে না
শূন্য ঘরে ডাকি শূধু মা, মা, মা।
যদি মনে কর (If you think)

যদি মনে কর (If you think)


যদি মনে কর (If you think)




পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত।

মনে যদি তোমার সাহস না থাকে,
তবে জেতার আশা কোরোনা।
যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কিনা,


তাহলে মনে রেখ তুমি হেরেই গেছ।
হারবে ভাবলে হার তোমার হবেই
কারণ, সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে,
মনের কাঠামোতে।
যদি ভাব অন্যদের তুলনায়
তোমার কাজের মান নিচু,
তাহলে তুমি নিচেই থাকবে।
যদি তুমি উপরে উঠতে চাও,
তাহলে নিজের মনে সংশয় রেখ না।
কারণ, সংশয় থাকলে প্ৰত্যাশা পূরণ হয় না।
জীবন যুদ্ধে সব সময় বলবান ও দ্ৰুতগামীরা
জেতে না, যে আত্মবিশ্বাস অটল,
এ আজ হোক, কাল হোক, জিতবেই।
আমার ভালোবাসা

আমার ভালোবাসা

 সে ছিল বোধ হয় সূরযো গ্রহনের কোন এক দিন

সমস্থ আলোকরষ্মির তেজ কখন যেন সন্তপরনে
নক্ষত্রের অমল আলোর স্নায়ুর পরতে ছড়িয়ে গিয়ে
তপ্ততা ছুঁয়ে ছুঁয়ে আলোড়িত করছিল মধুরিমা
নাব্যতা পেয়েছিল উষর জমিনের অতি রুক্ষ মাটি


সঙ্গোপনে শব্দহীন রৌদ্রনক্ষত্র এলানো নদীর মতো
প্লাবিত হয়েছিল বয়ে যাওয়া সুদূর সৌরমন্ডলে

পরিপাটি শ্যামলিমা সেজেছিল নিপুন বিন্যাসে
গোধুলির চিত্রকল্পের বাঙময়তায় মুরচ্ছিতপ আরোশে
অজস্র তারকারাজী হতে সেই সুকতারাটি সেদিন
এসেছিল নেমে উন্মীলিত হয়ে কাক্ষিত হৃদয়তলে
নায়াগ্রার জলপ্রপাতের মত সিক্ত ছিল বিভাবরী
পালের হাওয়ায় স্নাত হতে হতে নেমেছিল সেদিন
আমার শ্যামলিমা আকাশের খোলা জানালায়

হৃদয়ে গভীর হয়ে জ়েগেছিল প্রেমের ধারাপাত
তোমারই জন্য

তোমারই জন্য

 তুমি বরষা কালের ঘন কালো ছায়া তাই

তোমাকে আমি দিয়েছি হৃদয়ে ঠাই
তুমি বিলায়ে দাও তোমার যৌবন আমাকে
তাই আমি জীবন ফিরে পাই বারে বারে
তোমার সাথে আমার জীবনটা যেন নিস্বাথ্র

ভাবে বাধা অনত্ন কালের স্মৃতী হয়ে
তুমি যখন দূরে দূরে থাকতে আমি
তিরথের কাক হয়ে চেয়ে থাকতাম তোমার পথ
হঠাৎ করেই তুমি একপশলা বৃষ্টি নামিয়ে
আমার মনে জাগাতে ভালোবাসার শিহরণ
আজ এক যুগ চলে গেল এর মাঝে
হারিয়ে গেল যে কত বরষা শেষে শরৎ
অপেক্ষায় আছি, আমি আজো আছি
সেই হৃদয়হীনা রুপবতী মেঘের আশায়
আছি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে যে
আমার হৃদয়টাকে ভেঙ্গে দিলো নিপুন হাতে।

Monday, May 25, 2020

রং বদল

রং বদল



দেখেছি তোমাকে পরিচারিকাতে,



অসুস্থতাই সেবিকা হয়ে


কত সেবা যে দাও ক্লান্তহীন।


তুমিতো মাঝে মাঝে ধোপা


হয়ে বৃদ্ধি করো সবার
ঋণের বোঝা।





সবার মুখোরচক খাবার,
সেটাও


তুমিই বানাও।


একজন অধিকার অভুক্ত শিক্ষক,


পুরো পৃথিবীতে সেটা শুধুই
তুমি।





এগুলো সবই এক একটা পেশা।


কাজ করে কত লোক।


এসবতো তোমারই রুপ, আরো
কত শুনি


তুমি গর্ভধারিণী মা,
তুমিই জগত জননী।


Sunday, May 24, 2020

অচেনা রাজ্য

অচেনা রাজ্য







সংখ্যা ভুলে গেছি






                        গুনতে
গিয়ে অজস্র তারা,









অচেনা রাজ্য

বিষন্নতায় ভুগেছি






                        অচেনাকে
চিনতে গিয়ে,






ভরসা করতে ভয় পাই






                        নিরবতাই
হারাবো বলে।






কেনা বেচাতে ডুবেছি






                        মূল্যহীনতার
বাজারে।













অবহেলাতেও দিয়েছি মন













বাস্তাবতা জানিনা






                        সংশয়ের
ভয়ে।






অবশেষে ডুবে গেলাম






                        শত
অজস্র আলোর ভিড়ে।




Thursday, May 14, 2020

শুধু কথা হয়নি বলে

শুধু কথা হয়নি বলে



শুধু কথা বলা হয়নি বলে


   কত সম্পর্ক ভেঙ্গে গেছে।


শুধু কথা বলা হয়নি বলে


   কত কাছের প্রিয় মানুষ


আমাদের থেকে দূরে সরে গেছে।






শুধু কথা বলা হয়নি বলে            





   তোমায় নিয়ে দেখা


সাজানো স্বপ্ন গুলো ভেঙ্গে গেছে।

শুধু কথা বলা হয়নি বলে


   তোমার হাত ধরে জীবনের


বাকিটা পথ চলতে চায়


তা না বলায় রয়ে গেছে।





শুধু কথা বলা হয়নি বলে


    কত সম্পর্ক ভেঙ্গে গেছে।


শুধু কথা বলা হয়নি বলে


   ভালবাসার লাল গোলাপ


    ফোটার আগেই ঝরে গেছে।





শুধু কথা বলা হয়নি বলে


তুমি চলে যাবার সময় তোমায়


 জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল


               যেওনা প্লিজ


সেটা না বলায় রয়ে গেছে।





    ~না বলা কথা~


             টুম্পা পাল


তুমিময় জীবন

তুমিময় জীবন



সময় থমকে যায় যদি না দেখি তোমায়

যেন সূর্যটা আকাশের মাঝেই আটকে রয়

শুধু মনে হয় যদি আর নতুন ভোর না হয়?



style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-6784907291774674"
data-ad-slot="7261898375">



অশ্রুগুলি ঝরা বকুল হয়

যদি চার চোখের মিলন না হয়

কবে বলবে ঝরা বকুল তুমি হীরার চাইতে দামী…

আমি সেদিনের অপেক্ষায় রই।


নিঃশ্বাস বন্ধ হয়ে যায়

যদি কথা না বলো,মনে আকাশ দৃঢ়তা হারায়

বাতাসে অক্সিজেন কমে যায়…

তারপরও কিভাবে বেঁচে থাকি?

সব যেন অলৌকিক মনে হয়।






তুমি কাছে এলে

কবিতারা দ্বারে এসে কড়া নাড়ে

দূরে গেলে ওরা হারায় অনিমেষে,

তুমি নাই কবিতারা নাই

ভাবো কতটা অসহায় হয়ে যাই,

মন বলে আমার

কেউ নাই কিছু নাই এ ধরায়।


তোমাতে ঘেরা এ নির্ভরতা

কখনও হাসায়

কখনও কাঁদায়

কখনও অস্তিত্ববিহীন করে দেয়।

মাঝে মাঝে বুঝি না আমি

কে বেশী চাই আমার?


তুমিহীনা স্বনির্ভর জীবন?

যেখানে না পাওয়ার তীব্র বেদনা নাই,

তোমার একটুখানি ছোঁয়া

নাই…

নাকি তুমিময় এ জীবন

যেখানে আমার সব অস্তিত্ব

সম্পূর্ণভাবে তোমাতে হয় বিলীন।