Showing posts with label ধর্ম. Show all posts
Showing posts with label ধর্ম. Show all posts

Wednesday, April 10, 2024

ঈদগাহ ময়দানটি শতাব্দীর মিলনমেলা

ঈদগাহ ময়দানটি শতাব্দীর মিলনমেলা

  দামুড়হুদা উপজেলার ৩ নং ওয়ার্ডের সুবলপুর গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুবলপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সদস্যবৃন্দ গ্রামের অন্যান্য মুসল্লিদের মতামত নিয়ে সকাল ৭:৩০ মিনিটে ঈদের জামাতের সময় নির্ধারণ করে।




সুবলপুর ঈদগাহ ময়দান টি ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদীর ত্রি মোহনায় অবস্থিত। বলা যায় এখানে তিন গ্রামের লোকজনের মিলনমেলা হয়।  সুবলপুর কাঞ্চনতলা ও কিসমতপুর গ্রামের লোকজন ঈদের নামাজের জন্য এখানে আসে।

 পুরো ময়দানটি আম গাছ দ্বারা আচ্ছাদিত হওয়ায় নামাজ পড়তে তেমন কষ্ট হয় না। যুগ যুগ ধরে চলে আসছে এই মিলন মেলা। ময়দান টি নতুনভাবে সংস্কার করা হয়েছে। তৈরি করা হয়েছে একটি সুউচ্চ মিনার। 




প্রতিবছরের ন্যায় এ বছরও এখানে জড়ো হয় গ্রামের অপমার জনতা। নামাজে মুন্সির দায়িত্ব পালন করে মেহেদী হাসান জিহাদী।

Saturday, November 11, 2023

যে পাঁচ আমলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে

যে পাঁচ আমলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে



রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এর মধ্যে ৫টি আমল অন্যতম। তাহলো-

১. সাইয়েদুল ইসতেগফার

যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতেগফার পড়বে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে; সে জান্নাতি হবে।

আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে ভোর হওয়ার আগে মারা যাবে; সে জান্নাতি হবে। ’ (বুখারি)
أَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্বতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিং শাররি মা সানাতু আবুউলাকা বি-নিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজান্মি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা। ’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা। আমি সাধ্যমত তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছ, তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। ’

২. কালেমা শাহাদাত পড়া

হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তমরূপে ওজু করার পর (কালেমা শাহাদাত) বলে-
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। ’

অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, তিনি একক এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, (হজরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা ও রাসুল। ’

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। ’ (ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, মুসনাদে আহমাদ)

৩. আজানের উত্তর দেয়া

হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন (আজান থেকে) থামলেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এর (হজরত বেলালের) মতো বলবে, সে বেহেশতে প্রবেশ করবে। ’ (নাসাঈ, মেশকাত)

৪. আয়াতুল কুরসি পড়া

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে-
اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তাঅ খুযুহু সিনাতুঁও ওয়া লা নাওম। লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি। মাং জাল্লাজি ইয়াশফাউ ইংদাহু ইল্লা বি-ইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম্ মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিইয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল ‘আলিয়্যুল আজিম। ’

ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। ’ (বুখারি, নাসাঈ, তাবারানি)

৫. ৪০ রাত জামাআতে ইশার নামাজ পড়া

হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন- ‘যে ব্যক্তি মসজিদে এসে জামাআতের সঙ্গে ৪০ রাত তাকবিরে উলাসহ ইশার নামাজ পড়বে, তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন। ’ (ইবনে মাজাহ)

Thursday, October 12, 2023

রাসূল (সা.) এর সম্পর্কে দশ অজানা তথ্য

রাসূল (সা.) এর সম্পর্কে দশ অজানা তথ্য





     রাসূল (সা.) এর জন্মদিনই শুধু তাকে স্মরণ করার উপলক্ষ নয়, বরং তার জীবনালেক্ষ্য আমাদের জন্য সকল সময়ের জন্য আলোচ্যবস্তু।

    এখানে রাসূল (সা.) এর জীবনের প্রায় অজানা বিভিন্ন তথ্য থেকে দশটি তথ্য উল্লেখ করা হল।

    ১. তার প্রিয় রং ছিল সবুজ। 


    ২. তার প্রিয় খাবার ছিল মধু।

    ৩. ঠান্ডা মিষ্টি পানি ছিল তার প্রিয় পানীয়।

    ৪. তার লালা ছিল বাস্তবিকভাবেই বিভিন্ন রোগ আরোগ্যকারী।

    ৫. তার ঘাম ছিল সুগন্ধিযুক্ত।

    ৬. তার কণ্ঠস্বর এতই জোরালো ছিল যে, বিদায় হজ্জ্বের দিন অন্যকারো সাহায্য ছাড়া তার বক্তব্য তিনি ১,২৪,০০০ হাজীর সামনে প্রদান করেছিলেন।

    ৭. তিনি কারো কথার মাঝে বাধা দেওয়া বা তার কথার মাঝে কারো বাধা দেওয়াকে পছন্দ করতেন না।

    ৮. সকল নবী-রাসূলের মধ্যে তিনি ছিলেন সুন্দরতম।

    ৯. ঘুমানোর সময় তিনি ডানে কাত হয়ে ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাতেন।

    ১০. প্রতিরাতে ঘুমানোর পূর্বে বা ঘুম থেকে উঠার পর তার মিসওয়াক ব্যবহারের অভ্যাস ছিল।


    Monday, May 18, 2020

    ইসলাম কি?

    ইসলাম কি?




    আপনাদের সকলকে ইসলামি সম্ভাষণ আচ্ছালামুআলাইকুম।সম্প্রতি বিশ্বে ঘটনা
    প্রবাহের দিকে লক্ষ্য করে কছু লেখার চেষ্টা করছি। শুরু করছি মহান আল্লাহর
    নামে যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

    আসলে আমাদের জানতে হবে ইসলাম কি?

    যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই সেটা কাকে বলে তা ঠিক করতে হয়।
    তাতে আলোচনার সুবিধে হয়। আসলে কুরআন ও হাদীসের আলোকে ইসলাম কি? জানার
    চেষ্টা করছি।

    আভিধানিক অর্থেঃ

    ইসলাম শব্দটি(আরবি ভাষায়: الإسلام আল্‌-ইসলাম্‌) "ইসলাম" শব্দের অর্থ "আত্মসমর্পণ",ইসলাম অর্থঃ- শান্তি ও নিরাপত্তা।

    পারিভাষিক অর্থেঃ

    আর ধর্মীয় পরিভাষায় ইসলামের অর্থ সারা বিশ্বের সৃস্টিকর্তা করুণাময় আল্লাহ
    তায়ালার নিকট আত্মসমর্পণ করা ও তাঁহার বিধি-বিধানগুলোকে পালন করা। আল্লাহর
    প্রেরিত নবী ও রাসুলগণ মানবজাতির পরিপূর্ণ কল্যানের জন্য যে আদর্শ এবং
    সুষ্ঠ জীবন যাত্রার ব্যবস্থা শিক্ষা দিয়েছেন তাহাই ইসলাম।

    ইসলাম সর্ম্পকে কুরআন কি বলেঃ

    আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমের সূরা ইমরানের ১৯ নং আয়াতে ইরশাদ করেন।

    إِنَّ الدِّينَ عِندَ اللّهِ الإِسْلاَمَ

    ইসলাম কেবল একটি ধর্ম নয়; একে 'The complete code of life' বা পূর্ণাঙ্গ
    জীবন বিধান বলা হয়। এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য তা নয়; বরং গোটা
    বিশ্ববাসীর জন্য অবতীর্ণ।










      ইসলাম সর্ম্পকে হাদিস কি বলেঃ


      (উমার ইবনুল খাত্তাব (রাঃ) কতৃর্ক বণির্ত) “একদিন হজরত জিব্রাইল আ: মানুষের
      বেশে নবীজীর কাছে আসিলেন এবং বলিলেন, হে নবী। ইসলাম কাহাকে বলে?” তিনি
      বলিলেন, “ইসলাম হইল, তুমি আলাহ্’র ইবাদত করিবে এবং কাহাকেও শরিক করিবে না,
       নামাজ প্রতিষ্ঠা করিবে,  জাকাতকে ফরজ হিসাবে পালন করিবে” (সহি বুখারি ও
      মুসলিম, ২য় খণ্ড পৃষ্ঠা ৭৩৩, নোট ১, এবং মিশকাতুল মাসাবিহ্ ১ম খণ্ড পৃষ্ঠা
      ২৩-২৫, নং ২(১)-এর সূত্রে বিধিবদ্ধ ইসলামি আইন ২য় খণ্ড পৃষ্ঠা ৪৯৮)। একই
      প্রমাণ দেখুন হাদিস কুদসি।

      এতক্ষণ আমরা জানার চেষ্ঠা করেছি আসলে ইসলাম কি? এখন আমরা জানার চেষ্টা করব।আমাদের দেশে ইসলাম কিভাবে এসেছে।

      বাংলার সহস্রাধিক বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলাম ধর্ম এবং
      মুসলিম জীবনাচার এদেশের সমাজ ও জনজীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
      এসেছে। তবে বাংলায় ইসলামের আবির্ভাব ও মুসলমানদের আগমন সর্বপ্রথম ঠিক কখন
      হয়েছিল সঠিকভাবে তা নির্ধারণ করা দুঃসাধ্য। তদানীন্তন ভারতীয় উপমহাদেশে
      বহির্জগত থেকে যেসব মুসলমান আগমন করেছিলেন, তাদেরকে তিন শ্রেণীতে ভাগ করা
      যায়।

      এক শ্রেণীর মুসলমান ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আগমন
      করে ইসলামের বাণী প্রচার করেন। অনুরূপভাবে আসেন কিছু ফকির ও অলী-দরবেশ।
      তারাও কেবলমাত্র ধর্ম প্রচারের কাজে জীবন অতিবাহিত করেন এবং এ অঞ্চলেই শেষ
      নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ নিজ চিন্তা ও কর্মপদ্ধতি অনুসারে ইসলাম
      প্রচারকারী এসব অলী দরবেশদের অনেকেরই মাজার রয়েছে বাংলাদেশে। এঁদের মধ্যে
      উল্লেখযোগ্য হলেনঃ হযরত শাহ জালাল (রহঃ), হযরত শাহ পরান (রহঃ), হযরত
      বায়েজীদ বোস্তামী (রহঃ) সহ আরো অনেক অনেক অলি আউলিয়া ।

      আর এক শ্রেণীর মুসলমান এদেশে এসেছিলেন দেশ জয়ের অভিযানে। তাদের বিজয়ের ফলে
      বাংলা অঞ্চলে মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা হয়। ইতিহাসবিদদের মতে, বাংলায়
      মুসলমানদের আগমন দূর অতীতের কোন এক সময় হয়ে থাকলেও তাদের রাজনৈতিক
      প্রতিষ্ঠার সূচনা হয় ১২০৩ সাল মোতাবেক ৬০০ হিজরী সাল থেকে।

      প্রায় সব ইতিহাসবিদই এই মর্মে একমত যে, ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার
      খিলজীর বাংলা বিজয়ের মধ্য দিয়েই বাংলায় মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা হয়
      এবং প্রধানত ঐ সময় থেকেই অব্যাহত গতিতে ভারতের পশ্চিমাঞ্চল, আফগানিস্তান,
      ইরান, আরব ও তুরস্ক থেকে অসংখ্য মুসলমান বাংলায় আগমন করতে থাকেন। এদের
      অধিকাংশ আসে সৈনিক হিসাবে আর অবশিষ্টাংশ আসে আগের ধারায় ব্যবসা-বাণিজ্য ও
      ইসলাম প্রচারের উদ্দেশ্যে। অবশ্য কেউ কেউ আসে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের
      সন্ধানে ও ভাগ্য অনুসন্ধানে।

      তুর্কিস্তানের খালজ বংশোদ্ভুত মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী দিল্লীর
      তদানীন্তন সুলতান কুতুবুদ্দিন আইবেকের আমলে ১১৯৮ সাল মোতাবেক ৫৯১ হিজরীতে
      তার সেনাবাহিনী নিয়ে বাংলায় প্রবেশ করেন। তিনিই ছিলেন প্রথম মুসলিম সেনাপতি
      যিনি বাংলার পশ্চিমাঞ্চলে ইসলামের সদর্প আবির্ভাব ঘটান। এই বিজয়ের মধ্য
      দিয়ে বাংলায় একে একে মুসলিম বসতি ও স্থাপনার বিস্তার হতে থাকে। ১২০৩ সালে
      ইখতিয়ার উদ্দীন মুহাম্মাদ বখতিয়ার খিলজী বাংলার রাঢ় ও বরেন্দ্র অঞ্চল
      অধিকার করেন।

      (ডঃ আব্দুল করিম, প্রফেসর এ্যামিরিটাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইরান এবং বাংলাদেশ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ২০০২, পৃষ্ঠা-৩)


      ইসলামে মানব মর্যাদাঃ


      ইসলামে মানুষকে 'আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি
      দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান
      করেছি, আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদের উত্তম
      জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর ওপর শ্রেষ্ঠত্ব দান
      করেছি।' (সুরা : বনি ইসরাইল, আয়াত : ৭০) অন্য আয়াতে আল্লাহ বলেন, 'আমি
      সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে।' (সুরা : আদ্ব-দোহা : ৪) এ ছাড়া
      বুদ্ধি ও চেতনায় মানুষকে বিশেষ স্বাতন্ত্র্য দান করা হয়েছে। এর সাহায্যে যে
      সমগ্র ঊর্ধ্বজগৎ ও অধঃজগৎকে নিজের কাজে নিয়োজিত করতে পারে। পবিত্র কোরআনে
      এরশাদ হয়েছে : 'এবং তিনি তোমাদের জন্য অধীন ও আজ্ঞাবহ করেছেন আসমান ও
      জমিনের সব কিছু।মানুষের বংশপরম্পরাকে রক্ষা করার জন্য জিনা-ব্যভিচারের পথ
      রুদ্ধ করে বৈবাহিক জীবনাচারের নির্দেশ প্রদান করেছে। মানুষের মেধা-মনন,
      বিবেক-বুদ্ধি সতেজ ও পরিশোধিত রাখতে সব মাদকদ্রব্য নিষিদ্ধ করেছে। মানুষের
      সম্পদকে রক্ষা করার জন্য সব রকমের চুরি, ডাকাতি, লুটতরাজ, সুদ, ঘুষ,
      দুর্নীতি ও প্রতারণার পথ রুদ্ধ করে দিয়েছে। এভাবেই ইসলাম মানুষকে মানবিক
      মর্যাদার সর্বোচ্চ শিখরে উন্নীত।



      নিরপরাধ মানুষ হত্যা ইসলামে মহা-অপরাধ:




      পৃথিবীতে মানুষের সুষ্ঠু-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ইসলাম দিয়েছে পূর্ণ
      গ্যারান্টি। এতে মানুষের জান-মালের নিরাপত্তার ব্যাপারে চমৎকার
      দিক-নির্দেশনা রয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনও করা হয়েছে। কেবল
      জাতিসংঘ সনদে নয়, অন্য কোন ধর্মেও এতটা গুরুত্ব দেওয়া হয়নি। যেমন আল্লাহ
      তা‘আলা বলেন,

      ‘নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি
      ব্যতিরেকে কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা
      করল। আর কেউ কারও প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে
      রক্ষা করল’ (মায়েদাহ ৩২)



      আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন,

      ‘আল্লাহ যে প্রাণ হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না’ (বনী ইসরাঈল ৩৩)



      তিনি আরো বলেন,

      ‘আর কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি
      জাহান্নাম, যেখানে সে স্থায়ী হবে এবং তার প্রতি আল্লাহর গযব ও অভিসম্পাত
      এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন’ (নিসা ৯৩)

      যুদ্ধাবস্থায়ও নিরপরাধ মানুষ হত্যা অবৈধ

      মানবতার লালন ও সংরক্ষণের প্রতি ইসলামের এতই সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি যে
      যুদ্ধাবস্থায়ও সে মানবাধিকারের প্রতি পুরোপুরি লক্ষ রাখার শিক্ষা দেয়।
      প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) যখন সিরিয়ায় সেনা পাঠান তখন তাদের ১০টি
      নির্দেশ দিয়ে দেন। সে নির্দেশ ছিল এই

      ১. নারী, শিশু ও বৃদ্ধদের কেউ যেন হত্যা না করে।

      ২. লাশ যেন বিকৃত করা না হয়।

      ৩. আশ্রম, প্যাগোডা ও কুঠরিতে উপাসনারত সন্ন্যাসী ও তপস্বীদের কষ্ট দেওয়া যাবে না। কোনো উপাসনালয় ভাঙা যাবে না।

      ৪. ফলবান বৃক্ষ যেন কেউ না কাটে এবং ফসলের ক্ষেত যেন পোড়ানো না হয়।

      ৫. জনবসতিগুলোকে (সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে) যেন জনশূন্য না করা হয়।

      ৬. পশুদের যেন হত্যা করা না হয়।

      ৭. প্রতিশ্রুতি ভঙ্গ করা চলবে না।

      ৮. যারা আনুগত্য স্বীকার করবে তাদের জানমালকে মুসলমানদের জানমালের মতো নিরাপত্তা দিতে হবে।

      ৯. গণিমতের সম্পত্তি যেন আত্মসাৎ করা না হয়।

      ১০. যুদ্ধে যেন পৃষ্ঠ প্রদর্শন করা না হয় (মুসান্নাকে ইবনে আবি শায়বাহ : ষষ্ঠ খণ্ড, পৃ: ৪৮৭-৪৮৮)

      এ নির্দেশাবলি অধ্যয়ন করলে বোঝা যায় যে ইসলাম যুদ্ধকে সব হিংসাত্মক
      কর্মকাণ্ড থেকে পবিত্র করে দিয়েছিল। অথচ সে সময়ে হিংসাত্মক কার্যকলাপ ছিল
      যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। কাজেই জিহাদ বা ধর্মযুদ্ধের নামেও নিরীহ মানুষ
      হত্যা করা ইসলাম সম্মত নয়।



      হত্যা সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ)-এর হুঁশিয়ারী :


      রাসূলুল্লাহ (ছাঃ) বিনা কারণে মানুষ হত্যাকে কবীরা গুনাহ বলেছেন। তিনি
      মারামারি ও সশস্ত্র ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে বলেছেন। কেননা তাতে অকারণ ও
      অনিচ্ছা সত্ত্বেও মানবহত্যা সংঘটিত হয়ে যেতে পারে, যা কোনক্রমেই কাম্য নয়।

      মানুষের জীবনের মর্যাদা সম্পর্কে রাসূল (ছাঃ) বিদায় হজ্জের ভাষণে দৃপ্ত
      কণ্ঠে ঘোষণা করেন, হে লোক সকল! তোমাদের জান-মাল, ইয্যত আব্রুর উপর
      হস্তক্ষেপ তোমাদের জন্য হারাম করা হ’ল। তোমাদের আজকের এই পবিত্র দিন, এই
      পবিত্র (যিলহজ্জ) মাস, এই শহর (মক্কা) যেমন পবিত্র ও সম্মানিত অনুরূপভাবে
      উপরোক্ত জিনিসগুলোও সম্মানিত ও পবিত্র। সাবধান আমার পরে তোমরা পরস্পরের
      হন্তা হয়ে কাফেরদের দলভুক্ত হয়ে যেও না’।


      মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতিশোধ না নেয়া :


      ৬৩০ সালে রাসূলুল্লাহ (ছাঃ) মক্কা বিজয়ের সময় কাফির-কুরায়েশদের উপর কোন রূপ
      প্রতিশোধ নেননি। মক্কাতে এমনকি মদীনায় হিজরতের পরও রাসূলুল্লাহ (ছাঃ)-এর
      উপর কুরায়েশ ও কাফিররা লোমহর্ষক নির্যাতন-নিপীড়ন, চালিয়েছিল। তারা তাঁকে
      (ছাঃ) হত্যার ষড়যন্ত্র করেছিল, ছাহাবীদের ওপর অত্যাচারের স্টীম রোলার
      চালিয়েছিল ও কোন কোন ছাহাবীকে হত্যা করেছিল, যা ইতিহাসের পাতায় নির্মমতার
      নযীর হিসাবে ভাস্বর হয়ে রয়েছে। মক্কা বিজয় করলেন রাসূল (ছাঃ)। তিনি তাদের
      উপর কোনরূপ প্রতিশোধ না নেয়ার অঙ্গীকার করলেন। অতঃপর তিনি (ছাঃ)
      সেনাবাহিনীর উদ্দেশ্যে নিম্নোক্ত ফরমান জারী করেন :

      ১. যারা অস্ত্র সমর্পণ করবে তাদের হত্যা করবে না।

      ২. যে ব্যক্তি কা‘বা ঘরের অভ্যন্তরে আশ্রয় নেবে তাকে হত্যা করবে না।

      ৩. যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়ীতে আশ্রয় নেবে তাকে হত্যা করবে না।

      ৪. যে ব্যক্তি নিজের বাড়ীতে বসে থাকবে তাকে হত্যা করবে না।

      ৫. যে হাকীম ইবনে হিযামের বাড়ীতে আশ্রয় নেবে তাকে হত্যা করবে না।

      ৬. পলায়নকারীদের পিছু ধাওয়া করবে না।

      ৭. আহত ব্যক্তিদের হত্যা করবে না।

      রাসূল (ছাঃ) বিশ্ব দাবারে মানুষের জীবনের স্বাধীনতা ও ক্ষমা প্রদর্শনের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।