দামুড়হুদা উপজেলার ৩ নং ওয়ার্ডের সুবলপুর গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুবলপুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির সদস্যবৃন্দ গ্রামের অন্যান্য মুসল্লিদের মতামত নিয়ে সকাল ৭:৩০ মিনিটে ঈদের জামাতের সময় নির্ধারণ করে।
সুবলপুর ঈদগাহ ময়দান টি ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদীর ত্রি মোহনায় অবস্থিত। বলা যায় এখানে তিন গ্রামের লোকজনের মিলনমেলা হয়। সুবলপুর কাঞ্চনতলা ও কিসমতপুর গ্রামের লোকজন ঈদের নামাজের জন্য এখানে আসে।
পুরো ময়দানটি আম গাছ দ্বারা আচ্ছাদিত হওয়ায় নামাজ পড়তে তেমন কষ্ট হয় না। যুগ যুগ ধরে চলে আসছে এই মিলন মেলা। ময়দান টি নতুনভাবে সংস্কার করা হয়েছে। তৈরি করা হয়েছে একটি সুউচ্চ মিনার।
প্রতিবছরের ন্যায় এ বছরও এখানে জড়ো হয় গ্রামের অপমার জনতা। নামাজে মুন্সির দায়িত্ব পালন করে মেহেদী হাসান জিহাদী।