হঠাৎ ডিউটি করতে করতে মাথায় ভুত চাপল কিছু ছবি তোলা যাক।
(১) হাওরের পানিতে একটাই কচুরিপানা দেখতে পেলাম।
(২) হাওরে হাঁসগুলো খাবার খুঁজছে, আমার মনে হলো এ এক ব্যর্থ প্রচেষ্টা
(৩) সুইমিং পুলের তারের বেড়া ঘেঁষে বুনো ফুলের আড্ডা।
(৪) একি ঘাস ফুল নাকি কাশফুল জানা নেই।
(৫) লেবুগাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা।
(৬) জানিনা তাদের সঠিক প্রজনন মৌসুম কোনটা।