রণাঙ্গনে জীবন দেওয়ার সাহস আছে কার?
দেয় যে সেথা সৈনিক শুধু
হোক না সে দূর্বার।
বীর বাহাদূর বলো কাকে? বলো কেন মিছে মিছে?
হোক না যতই বড় পালোয়ান
সৈনিকই শুধু জীবন দিছে।
ভাবলে তুমি,
এসব কথা যে বলেছে তাহার প্রতি শত ধীক।
এখন শোনো,
দেশের জন্য যেই লড়েছে সেইতো সৈনিক।
খুব সুন্দর কবিতা
ReplyDeleteভালো লেখা
ReplyDeleteWow
ReplyDelete