আজো বার বার মনে পড়ে
মা শূধু তোমারই কথা,
হে মা জননী বাধাঁ মানে না
চোখের পানি হৃদয়ে বড় ব্যাথা।
থাকি যেন তোমার পাশাপাশি
দুঃখ আজ রাশি রাশি।
দিন যেন মাস, মাস যেন বছর
বিরাট বড় মছিবত
আজ আমার উপর
আছি আজো অপেক্ষায়
ঘুমাব মা তোমার কোলে,
কেমন করে আছো মা তুমি
আমায় একা ফেলে?
আসবেনা আর ফিরে
মনতো মানে না
শূন্য ঘরে ডাকি শূধু মা, মা, মা।
খুব সুন্দর কবিতা।
ReplyDelete