নিজস্ব প্রতিবেদকঃ
দর্শনার বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য মহাঃ ইউসুপ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজের সভাপতি হজরত আলীর সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
সিনিয়র সহকারী শিক্ষক জিয়াবুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় বলদিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সহ সভাপতি হাবিবুল্লাহ, দাতা সদস্য বরকত আলীসহ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ, সাবেক শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বড় বলদিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তক্কেল আলী।