Showing posts with label চিঠি. Show all posts
Showing posts with label চিঠি. Show all posts

Saturday, November 11, 2023

শ্রদ্ধেয় বিমানবাবু ~ সিদ্ধার্থ রায়

শ্রদ্ধেয় বিমানবাবু ~ সিদ্ধার্থ রায়

 শ্রদ্ধেয় বিমানবাবু,

কাল সন্ধ্যায় আবারও আপনাকে TV-র পর্দায় দেখলাম প্রাইমটাইম-এ আপনার কমেন্ট্‌স দিচ্ছেন মঙ্গলকোটের 'অমঙ্গল' কান্ড নিয়ে। আপনি আপনার চিরাচরিত বিচক্ষন শব্দচয়নের মাধ্যমে জানালেন আপনার তীব্র নিন্দা, উক্ত ঘটনার প্রতি। কংগ্রেসি বিধায়ক এবং দলনেতাদের প্রতি আপনার ব্যক্ত উদ্বেগ খুবই সমিচিন এবং সদর্থক। এখানেই না থেমে আপনি কড়া ধমক দিয়েছেন আপনার নিজের পার্টীকর্মিদের এবং অতি দ্রূতভাবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থাও করেছেন। মার্ক্সবাদী কম্যুনিস্ট পার্টীর রাজ্য সম্পাদকের পদে আপনার এই ক বছরে উপরুক্ত নিন্দা প্রকাশের কাজে আপনি অতুলনিয় পারদর্শিতা দেখিয়েছেন। বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরে আপনার পরিস্থিতির প্রতি কড়া নজর রাখার আশ্বাসও বাংলার মানুষের কাছে অপরিচিত নয়। তবে যেটা অভূতপূর্ব এবং অপরিচিত সেটা হল দ্রুত এবং দৃঢ পদক্ষেপ নেওয়া। বিগত কয়েক বছরে হিংসাচারের ঘটনা বিরল নয় এটা অনস্বীকার্য তবে এ হেন ক্ষেত্রে, অর্থাৎ যার পরে আপনি এত শীঘ্র এত দৃঢ় পদক্ষেপ নিলেন, তাতে এই ঘটনা নিশ্চয় বিরল!


মানসবাবু তথা বাকি "আক্রান্ত" কংগ্রেসি দলের নেতারা নিশ্চয়ই খুব ভাগ্যবান যে তাঁরা এক বিরল পুরষ্কারের পাত্র হলেন এই মঙ্গলকোটের ঘটনায়। পুরষ্কারটি হল আপনার দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ যা কয়েকশ হতভাগা মার্ক্সবাদি কর্মিদের নাগালের বাইরে। যদিও বা তাঁরা সিঙ্গুর নন্দিগ্রাম লালগড় তথা বাকি জায়গায় আপনার এবং বাকি নেতৃবৃন্দের দেওয়া ডাককেই রুপায়িত করতে গিয়েই প্রান হারাচ্ছেন, তাও তাঁরা এত সৌভাগ্যের অধিকারি নয়। দলিয় মুখপাত্রের এক লাইন হওয়ার সৌভাগ্য তাদের হলেও তাঁরা বা তাদের আত্মিয় পরিজনেরা আপনার দ্রুত এবং দৃঢ় পদক্ষেপের প্রার্থি নয়। বোধ হয় পার্টী নেতৃত্ত্বে আর বিশ্বাস না থাকায় মাঠেঘাটের পার্টীকর্মিরা নিজেরাই পদক্ষেপ নিচ্ছেন। তবে আপানার কড়া বক্তব্যে এটা পরিষ্কার যে পার্টী এবং তার কর্মিদের আপনি অকাতরভাবে আরও সংশোধনের দিকে নিয়ে জেতে ইচ্ছুক। মনে পড়ে ছেলেবেলায় মামার বাড়িতে রক্ষেকালি পুজোর সময়ে বলি হওয়ার আগে মন্দিরের অনতিদুরে বাঁধা পাঁঠকে দেখে কাঁদছিলাম বলে আমার এক মামা আমায় বলেছিলেন "ওরে বোকা ও তো এক বড় কাজের জন্য মরছে আর তাতে তুই কাঁদছিস্‌? ছিঃ ছিঃ কি বোকা রে তুই!" বুঝতে পারছি আজও সেই বোকাটা রয়ে গেলুম।

ইতি

এক জনৈক হতভাগা



Collected

Saturday, May 2, 2020

প্রিযার কাছে চিটি

প্রিযার কাছে চিটি



প্রিয়তমা.....

সময় আমায় ডেকে বলছে, সুদূরে পাড়ি জমা।

যেখানে ছিলাম, এটাকে কাছে থাকা বলেনা..!

তবুও আজ যখন আরও দূরে যাওয়ার ডাক

এলো, মনে হলো এইটুকুও আর হলোনা..।
ভাল লাগা, ভাল থাকা গুলো কষ্টের ডানায় ভর
করে হারিয়ে যাচ্ছে ঝড়ের বেগে ধেয়ে..।
শূন্যতা..নির্মমতা... গ্রাস করে নিচ্ছে আমায়,
কেরে নিচ্ছে তোমার থেকে ছিন্ন করে দিয়ে..।
কিকরে বলো ভাল থাকব, যেখানে নেই তুমি,
নেই তোমার আগমন... বিচরণ...
চোখের আড়াল নাকি মনকে আড়াল করে,
ভাবতেই জল ভরা চোখ, কেঁদে ওঠে মন..। 





কেমন যেন একটা কষ্টের হাওয়া, বয়ে চলছে
বুকের ভেতর, দুমড়ে মুচড়ে লন্ড ভন্ড করে
দিচ্ছে আমার সব.. সবকিছু ।
কষ্ট গুলো কষ্টের পাহাড় গড়ে, দুঃখ গুলো
বেদনার হাত ধরে, ভাল লাগা গুলো শূন্যতায়
ভর করে, নিয়েছে আমার পিছু..।
আজ মনে হচ্ছে তোমার অপমান গুলোইতো
মধুর ছিল.. অবহেলা গুলোও বেশ..!
কথা কাটাকাটি, ঝগড়া ঝাটি, মান অভিমান,
শেষ হয়েও যেন আবার হতোনা যেন শেষ..।
কখনো তোমার অপমানে ভরা....
অবহেলায় মোড়া চোখের কর্কশ চাহনি,
শেই চোখেই আবার প্রেমের বিষ্ফোরন,
ভালবাসা, কখনো গড়িয়ে পড়ে পানি..।
তুমি আমার কাছে যেন এক আলো আধারের
সমন্বয়..! কখনো কালো মেঘ, কখনো বা ঝড়ের বেগ,,
আবার কখনো প্রেমের আবেগে আপন করে
নাও..।
হিসেবের খাতাটা খুলে দেখলাম, ভালবাসা..
প্রেম দিয়ে যে বিশালতা গড়ে দিয়েছ, আমার
হৃদয় ভান্ডাড়ে... এক জীবন শেষ হয়ে
গেলেও হবেনা এর শূন্যতা..।
এতোদিন মনে হতো, আমি একাই তোমাকে
ভালবেসেছি.. অথচ আজ তোমার ভালবাসার
কাছে নিজেকে ম্লান মনে হচ্ছে..
ভালবাসার যুদ্ধে তুমি জিতে গেলে..
হেরে গেলাম আমি, অবশ্য এই হেরে যাওয়াটাই
সবচেয়ে বড় জিত আমার জন্য....।
আমার চারপাশটায় এমনভাবে বিছিয়ে
রেখেছ তোমার ছোঁয়া দিয়ে.. আমি যেন
আর কিছুই খুঁজে পাইনা তুমি ছাড়া...।
তাই তোমাকে ভুলে থাকা, তোমায় বিহীন
পথ চলা অসম্ভব আমার জন্য..।
তুমি ভাল থেক......
আর জেনে রেখ, আমি তোমার ছিলাম,
তোমারি আছি, তোমারই থাকব...।
তুমি ভাল থেক প্রিয়তমা....
আমার দেয়া কষ্ট গুলো রেখনা মনে জমা..।
ভুল গুলোর চাইবনা ক্ষমা..
কারণ তোমার শাস্তি পেতে খারাপ লাগেনা..।
ভালবাসি... বড় বেশি..ভীষন বেশি.......
বিদায় নেবনা..
কারণ আমাদের শুরু ছিল, কিন্তু শেষ নেই,
শেষ হবেওনা কোনদিন...।