প্রিয়তমা.....
সময় আমায় ডেকে বলছে, সুদূরে পাড়ি জমা।
যেখানে ছিলাম, এটাকে কাছে থাকা বলেনা..!
তবুও আজ যখন আরও দূরে যাওয়ার ডাক
এলো, মনে হলো এইটুকুও আর হলোনা..।
ভাল লাগা, ভাল থাকা গুলো কষ্টের ডানায় ভর
করে হারিয়ে যাচ্ছে ঝড়ের বেগে ধেয়ে..।
শূন্যতা..নির্মমতা... গ্রাস করে নিচ্ছে আমায়,
কেরে নিচ্ছে তোমার থেকে ছিন্ন করে দিয়ে..।
কিকরে বলো ভাল থাকব, যেখানে নেই তুমি,
নেই তোমার আগমন... বিচরণ...
চোখের আড়াল নাকি মনকে আড়াল করে,
ভাবতেই জল ভরা চোখ, কেঁদে ওঠে মন..।
কেমন যেন একটা কষ্টের হাওয়া, বয়ে চলছে
বুকের ভেতর, দুমড়ে মুচড়ে লন্ড ভন্ড করে
দিচ্ছে আমার সব.. সবকিছু ।
কষ্ট গুলো কষ্টের পাহাড় গড়ে, দুঃখ গুলো
বেদনার হাত ধরে, ভাল লাগা গুলো শূন্যতায়
ভর করে, নিয়েছে আমার পিছু..।
আজ মনে হচ্ছে তোমার অপমান গুলোইতো
মধুর ছিল.. অবহেলা গুলোও বেশ..!
কথা কাটাকাটি, ঝগড়া ঝাটি, মান অভিমান,
শেষ হয়েও যেন আবার হতোনা যেন শেষ..।
কখনো তোমার অপমানে ভরা....
অবহেলায় মোড়া চোখের কর্কশ চাহনি,
শেই চোখেই আবার প্রেমের বিষ্ফোরন,
ভালবাসা, কখনো গড়িয়ে পড়ে পানি..।
তুমি আমার কাছে যেন এক আলো আধারের
সমন্বয়..! কখনো কালো মেঘ, কখনো বা ঝড়ের বেগ,,
আবার কখনো প্রেমের আবেগে আপন করে
নাও..।
হিসেবের খাতাটা খুলে দেখলাম, ভালবাসা..
প্রেম দিয়ে যে বিশালতা গড়ে দিয়েছ, আমার
হৃদয় ভান্ডাড়ে... এক জীবন শেষ হয়ে
গেলেও হবেনা এর শূন্যতা..।
এতোদিন মনে হতো, আমি একাই তোমাকে
ভালবেসেছি.. অথচ আজ তোমার ভালবাসার
কাছে নিজেকে ম্লান মনে হচ্ছে..
ভালবাসার যুদ্ধে তুমি জিতে গেলে..
হেরে গেলাম আমি, অবশ্য এই হেরে যাওয়াটাই
সবচেয়ে বড় জিত আমার জন্য....।
আমার চারপাশটায় এমনভাবে বিছিয়ে
রেখেছ তোমার ছোঁয়া দিয়ে.. আমি যেন
আর কিছুই খুঁজে পাইনা তুমি ছাড়া...।
তাই তোমাকে ভুলে থাকা, তোমায় বিহীন
পথ চলা অসম্ভব আমার জন্য..।
তুমি ভাল থেক......
আর জেনে রেখ, আমি তোমার ছিলাম,
তোমারি আছি, তোমারই থাকব...।
তুমি ভাল থেক প্রিয়তমা....
আমার দেয়া কষ্ট গুলো রেখনা মনে জমা..।
ভুল গুলোর চাইবনা ক্ষমা..
কারণ তোমার শাস্তি পেতে খারাপ লাগেনা..।
ভালবাসি... বড় বেশি..ভীষন বেশি.......
বিদায় নেবনা..
কারণ আমাদের শুরু ছিল, কিন্তু শেষ নেই,
শেষ হবেওনা কোনদিন...।
0 coment rios: