Saturday, May 2, 2020

কপালকুণ্ডলা


কপালকুণ্ডলা   সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস।






চরিত্র 









  • নবকুমার শর্ম্মা- সপ্তগ্রামনিবাসী যুবক

  • কাপালিক- যোগসাধক সন্ন্যাসী, কপালকুণ্ডলার প্রতিপালক

  • কপালকুণ্ডলা/মৃন্ময়ী- কাপালিক কর্তৃক পালিতা কন্যা, নবকুমারের দ্বিতীয়া স্ত্রী

  • অধিকারী- দেবালয়ের সেবক বা পুরোহিত

  • মতিবিবি/লুৎফউন্নিসা/পদ্মাবতী-নবকুমারের প্রথম পত্নী

  • শ্যামাসুন্দরী- নবকুমারের ভগিনী

  • জাহাঁঙ্গীর ও মেহেরউন্নিসা- ঐতিহাসিক চরিত্র







উক্তি

















এ উপন্যাসের কিছু অবিস্মরণীয় উক্তি বাংলা ভাষায় সুভাষিত উক্তি রূপে বহুল ব্যবহৃত ও চর্চিত হয়। যেমন:


  1. তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?

  2. পথিক, তুমি পথ হারাইয়াছ? (নবকুমারের উদ্দেশ্যে কপালকুন্ডলা)

  3. যাহাতে জগদীশ্বরের হাত, তাহা পন্ডিতে বলিতে পারেনা। (নবকুমার, কপালকুণ্ডলার উদ্দেশ্যে অধিকারি)

  4. ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনিই অঙ্কুর হয়।









বইটি ডাউনলোড করুন।  










শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: