Thursday, October 12, 2023

রাসূল (সা.) এর সম্পর্কে দশ অজানা তথ্য





     রাসূল (সা.) এর জন্মদিনই শুধু তাকে স্মরণ করার উপলক্ষ নয়, বরং তার জীবনালেক্ষ্য আমাদের জন্য সকল সময়ের জন্য আলোচ্যবস্তু।

    এখানে রাসূল (সা.) এর জীবনের প্রায় অজানা বিভিন্ন তথ্য থেকে দশটি তথ্য উল্লেখ করা হল।

    ১. তার প্রিয় রং ছিল সবুজ। 


    ২. তার প্রিয় খাবার ছিল মধু।

    ৩. ঠান্ডা মিষ্টি পানি ছিল তার প্রিয় পানীয়।

    ৪. তার লালা ছিল বাস্তবিকভাবেই বিভিন্ন রোগ আরোগ্যকারী।

    ৫. তার ঘাম ছিল সুগন্ধিযুক্ত।

    ৬. তার কণ্ঠস্বর এতই জোরালো ছিল যে, বিদায় হজ্জ্বের দিন অন্যকারো সাহায্য ছাড়া তার বক্তব্য তিনি ১,২৪,০০০ হাজীর সামনে প্রদান করেছিলেন।

    ৭. তিনি কারো কথার মাঝে বাধা দেওয়া বা তার কথার মাঝে কারো বাধা দেওয়াকে পছন্দ করতেন না।

    ৮. সকল নবী-রাসূলের মধ্যে তিনি ছিলেন সুন্দরতম।

    ৯. ঘুমানোর সময় তিনি ডানে কাত হয়ে ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাতেন।

    ১০. প্রতিরাতে ঘুমানোর পূর্বে বা ঘুম থেকে উঠার পর তার মিসওয়াক ব্যবহারের অভ্যাস ছিল।



    শেয়ার করুন

    Author:

    Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

    0 coment rios: