সময় থমকে যায় যদি না দেখি তোমায়
যেন সূর্যটা আকাশের মাঝেই আটকে রয়
শুধু মনে হয় যদি আর নতুন ভোর না হয়?
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-6784907291774674"
data-ad-slot="7261898375">
অশ্রুগুলি ঝরা বকুল হয়
যদি চার চোখের মিলন না হয়
কবে বলবে ঝরা বকুল তুমি হীরার চাইতে দামী…
আমি সেদিনের অপেক্ষায় রই।
নিঃশ্বাস বন্ধ হয়ে যায়
যদি কথা না বলো,মনে আকাশ দৃঢ়তা হারায়
বাতাসে অক্সিজেন কমে যায়…
তারপরও কিভাবে বেঁচে থাকি?
সব যেন অলৌকিক মনে হয়।
তুমি কাছে এলে
কবিতারা দ্বারে এসে কড়া নাড়ে
দূরে গেলে ওরা হারায় অনিমেষে,
তুমি নাই কবিতারা নাই
ভাবো কতটা অসহায় হয়ে যাই,
মন বলে আমার
কেউ নাই কিছু নাই এ ধরায়।
তোমাতে ঘেরা এ নির্ভরতা
কখনও হাসায়
কখনও কাঁদায়
কখনও অস্তিত্ববিহীন করে দেয়।
মাঝে মাঝে বুঝি না আমি
কে বেশী চাই আমার?
তুমিহীনা স্বনির্ভর জীবন?
যেখানে না পাওয়ার তীব্র বেদনা নাই,
তোমার একটুখানি ছোঁয়া
নাই…
নাকি তুমিময় এ জীবন
যেখানে আমার সব অস্তিত্ব
সম্পূর্ণভাবে তোমাতে হয় বিলীন।
0 coment rios: