আমি নগ্নতায় বিভর হয়ে
তোমার নগ্নতার দিকে তাকিয়ে আছি।
তোমার ঘন গরম শ্বাসের তুফানে
আমি নিজেকে বিলিয়ে দেই।
তোমার কামনাময় চোখের চাহুনিতে
আমি উত্তাল যৌবনে ফিরি।
তোমার কামোত্তেজক দেহের তৃষ্ণায়
আমি উন্মাদ।
তোমার ঠোটের স্পর্শে
আমি লজ্জা হারিয়ে ফেলি।
তোমার শরীরের স্বাদ পেতে
আমি কামুক প্রেমিক।
কামনায় উত্তপ্ত হয়ে তোমায়
কামরে ছিড়ে একাকার করি।
নিজেকে শেষ করে
আমি তোমার কোলেই আশ্রয় খুঁজি।
0 coment rios: