শুধু কথা বলা হয়নি বলে
কত সম্পর্ক ভেঙ্গে গেছে।
শুধু কথা বলা হয়নি বলে
কত কাছের প্রিয় মানুষ
আমাদের থেকে দূরে সরে গেছে।
শুধু কথা বলা হয়নি বলে
তোমায় নিয়ে দেখা
তোমার হাত ধরে জীবনের
বাকিটা পথ চলতে চায়
তা না বলায় রয়ে গেছে।
শুধু কথা বলা হয়নি বলে
কত সম্পর্ক ভেঙ্গে গেছে।
শুধু কথা বলা হয়নি বলে
ভালবাসার লাল গোলাপ
ফোটার আগেই ঝরে গেছে।
শুধু কথা বলা হয়নি বলে
তুমি চলে যাবার সময় তোমায়
জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল
যেওনা প্লিজ
সেটা না বলায় রয়ে গেছে।
~না বলা কথা~
টুম্পা পাল
0 coment rios: