তুমি বরষা কালের ঘন কালো ছায়া তাই
তোমাকে আমি দিয়েছি হৃদয়ে ঠাই
তুমি বিলায়ে দাও তোমার যৌবন আমাকে
তাই আমি জীবন ফিরে পাই বারে বারে
তোমার সাথে আমার জীবনটা যেন নিস্বাথ্র
ভাবে বাধা অনত্ন কালের স্মৃতী হয়ে
তুমি যখন দূরে দূরে থাকতে আমি
তিরথের কাক হয়ে চেয়ে থাকতাম তোমার পথ
হঠাৎ করেই তুমি একপশলা বৃষ্টি নামিয়ে
আমার মনে জাগাতে ভালোবাসার শিহরণ
আজ এক যুগ চলে গেল এর মাঝে
হারিয়ে গেল যে কত বরষা শেষে শরৎ
অপেক্ষায় আছি, আমি আজো আছি
সেই হৃদয়হীনা রুপবতী মেঘের আশায়
আছি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে যে
আমার হৃদয়টাকে ভেঙ্গে দিলো নিপুন হাতে।
তুমি বিলায়ে দাও তোমার যৌবন আমাকে
তাই আমি জীবন ফিরে পাই বারে বারে
তোমার সাথে আমার জীবনটা যেন নিস্বাথ্র
ভাবে বাধা অনত্ন কালের স্মৃতী হয়ে
তুমি যখন দূরে দূরে থাকতে আমি
তিরথের কাক হয়ে চেয়ে থাকতাম তোমার পথ
হঠাৎ করেই তুমি একপশলা বৃষ্টি নামিয়ে
আমার মনে জাগাতে ভালোবাসার শিহরণ
আজ এক যুগ চলে গেল এর মাঝে
হারিয়ে গেল যে কত বরষা শেষে শরৎ
অপেক্ষায় আছি, আমি আজো আছি
সেই হৃদয়হীনা রুপবতী মেঘের আশায়
আছি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে যে
আমার হৃদয়টাকে ভেঙ্গে দিলো নিপুন হাতে।
শেয়ার করুন
0 coment rios: