সে ছিল বোধ হয় সূরযো গ্রহনের কোন এক দিন
সমস্থ আলোকরষ্মির তেজ কখন যেন সন্তপরনেনক্ষত্রের অমল আলোর স্নায়ুর পরতে ছড়িয়ে গিয়ে
তপ্ততা ছুঁয়ে ছুঁয়ে আলোড়িত করছিল মধুরিমা
নাব্যতা পেয়েছিল উষর জমিনের অতি রুক্ষ মাটি
সঙ্গোপনে শব্দহীন রৌদ্রনক্ষত্র এলানো নদীর মতো
প্লাবিত হয়েছিল বয়ে যাওয়া সুদূর সৌরমন্ডলে
পরিপাটি শ্যামলিমা সেজেছিল নিপুন বিন্যাসে
গোধুলির চিত্রকল্পের বাঙময়তায় মুরচ্ছিতপ আরোশে
অজস্র তারকারাজী হতে সেই সুকতারাটি সেদিন
এসেছিল নেমে উন্মীলিত হয়ে কাক্ষিত হৃদয়তলে
নায়াগ্রার জলপ্রপাতের মত সিক্ত ছিল বিভাবরী
পালের হাওয়ায় স্নাত হতে হতে নেমেছিল সেদিন
আমার শ্যামলিমা আকাশের খোলা জানালায়
হৃদয়ে গভীর হয়ে জ়েগেছিল প্রেমের ধারাপাত
0 coment rios: