দেখেছি তোমাকে পরিচারিকাতে,
কত সেবা যে দাও ক্লান্তহীন।
তুমিতো মাঝে মাঝে ধোপা
হয়ে বৃদ্ধি করো সবার
ঋণের বোঝা।
সবার মুখোরচক খাবার,
সেটাও
তুমিই বানাও।
একজন অধিকার অভুক্ত শিক্ষক,
পুরো পৃথিবীতে সেটা শুধুই
তুমি।
এগুলো সবই এক একটা পেশা।
কাজ করে কত লোক।
এসবতো তোমারই রুপ, আরো
কত শুনি
তুমি গর্ভধারিণী মা,
তুমিই জগত জননী।
0 coment rios: